
ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে মায়ের মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর মিয়া মারা যান।
এর এক ঘণ্টা পর সাগরের মা মুর্শিদা বেগম (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সাগর মিয়া (৩৮) জেলার সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের দক্ষিণ জগৎসার উত্তর পাড়া (পাবলা সার) গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে।
সাগরের চাচাতো ভাই মনির হোসেন জানান, সাগর মিয়ার আগে থেকেই হার্টের সমস্যা ছিল। বৃহস্পতিবার সকালে সাগর মিয়া হার্ট অ্যাটাক করলে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। পরে রাত ৯টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মৃত্যুর সংবাদ শুনে সাগরের মা হৃদরোগে আক্রান্ত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাছিহাতা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন পাভেল জানান, সাগর মিয়া পেশায় একজন অটোচালক ছিলেন। সাগরের মৃত্যুর সংবাদ শুনে সাগরের মাও মারা যান। ঘটনাটি খুবই হৃদয় বিদারক।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]