
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিল থেকে সাদ্দাম হোসেন (২৭) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৯ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টায় উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের আশরাফপুর গ্রামের বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাদ্দাম হোসেন উপজেলার বিদ্যাকুট গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
নবীনগর থানার পরিদর্শক ওসি (তদন্ত) সজল কান্তি জানান, সাদ্দাম বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বাসা থেকে বের হয়। এরপর তার কোনো সন্ধান মিলেনি। পরে শুক্রবার সকালে বিলে গলায় রশি পেঁচানো অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]