
ফেনীতে অতিরিক্ত মূল্যে চাউল বিক্রি করায় ফেনী বড় বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে ফেনী বড় বাজারের ইসলামপুর রোডে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. বদরুদ্দোজা ।
এসময় মেসার্স ওহাব ট্রেডিং আড়ৎ গিয়ে দেখেন, ক্রয় ভাউচারের সাথে বিক্রয় রশিদের মিল নেই। এছাড়াও খুচরা বিক্রয় রশিদ দেখাতে না পারায় প্রতিষ্ঠানের ম্যানেজারকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে চাউল বাজারের কাজি ওহিদের রহমানের চাউল দোকানে গিয়ে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেন।
জেলা কৃষি বিপণন কর্মকর্তা হারুন উর রশীদ ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহায়তা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুদ্দোজা জানান, সারাদেশে চাউলের বাজারে দাম বৃদ্ধি হওয়ার খবর পেয়ে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক বাজার মনিটরিং করতে বের হই। কিছু কিছু আড়তে ক্রয়, বিক্রয় ভাউচারে গরমিল থাকায় দুটি প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কয়েকজন আড়ৎদারকে সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, ভোক্তা অধিকার রক্ষায় ও বাজার নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিবার্তা/মনির/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]