
বান্দরবান জেলার আলীকদম উপজেলায় খুঁটির নিচে চাপা পড়ে আনোয়ার হোসেন (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।
১৮ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের আবাসিক এলাকার শাহবাগ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার হোসেন শাহবাগ পাড়ার বাসিন্দা ছেলে।
স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাড়ির পাশে জনৈক মহসিনের ঘর নির্মাণ করতে শ্রমিক হিসেবে কাজে যান। এসময় ঘর নির্মাণের জন্য খুঁটি গর্তে দেওয়ার সময় আনোয়ার হোসেন চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত আনোয়ার হোসেনকে দ্রুত উদ্ধার করে কাছাকাছি লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামীম শেখ বলেন, এ ঘটনায় আলীকদম থানার সাথে সমন্বয় করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/আরমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]