
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. নুরুল ইসলাম (৫০) নামে এক হাজতি কারাবন্দি মারা যান।
১৭ জানুয়ারি, বুধবার সকালের দিকে নিউরো ২০০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী আব্দুর রহিম জানান, গত শুক্রবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক নিউরো ২০০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি দেন। আজ (বুধবার) সকালের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তিনি আরও বলেন, হাজতি নুরুল ইসলাম কোন মামলায় কারাগারে কারাভোগ করছিলেন তা আমরা বলতে পারি না। তবে তার হাজতি নম্বর-৬১৮৩৯/২৩।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো: বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার মরদেহে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে, পরে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]