
ফেনীতে পুলিশ দেখে পিকআপে ১৭ বস্তা ভারতীয় চিনি রেখে পালিয়েছে এক চালক।
১৬ জানুয়ারি, মঙ্গলবার দুপুরের দিকে ফেনী শহরের আবু বক্কর সড়কের এম.জি এন্টারপ্রাইজের গোডাউনের সামনে এ ঘটনা ঘটেছে। পরে পুলিশ ১৭ বস্তা ভারতীয় চিনিসহ পিকআপটি জব্দ করে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল শহরের আবু বক্কর সড়কে অভিযান চালায়। এ সময় পিকআপ চালক পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি রেখে পালিয়ে যায়। পরে পুলিশ (ফেনী-ন-১১-১১৪৯) পিকআপটি জব্দ করে ডিবি কার্যালয়ে নিয়ে আসে। ওই গাড়ির চালকের নাম নুর উদ্দিন।
স্থানীয়রা জানায়, ভারতীয় চিনির বস্তা দেশীয় একটি ব্র্যান্ডের বস্তায় ভরে ফেনীসহ বিভিন্ন জায়গায় গোপনে বাজারজাত করছে এ চোরাকারবারি চক্র।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সদীপ কুমার দাস বলেন, ১৭ বস্তা চিনিসহ পিকআপটি জেলা গোয়েন্দা পুলিশ কার্যালয় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে পিকআপ চালকের নামে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]