নির্মাণাধীন ব্রিজের রড শরীরের ঢুকে নসিমন চালকের মৃত্যু, আহত ২
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ১৬:৫২
নির্মাণাধীন ব্রিজের রড শরীরের ঢুকে নসিমন চালকের মৃত্যু, আহত ২
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর কালুখালীতে নির্মাণাধীন ব্রিজের রড শরীরের বিভিন্ন স্থানে ঢুকে হসপিটালে নেওয়ার পথে সেলিম সরদার (৩৫) নামে এক নসিমন চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজন হসপিটালে চিকিৎসাধীন রয়েছে।


১৪ জানুয়ারি, রবিবার দুপুর ৩টায় নসিমন চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কালুখালী উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. তৌহিদুল হক জোয়াদ্দার।


গতকাল শনিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টার সময় কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ঝাউগ্রাম নামক স্থানে এ ঘটনা ঘটে।


নিহত নসিমন চালক সেলিম সরদার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত হাছেন সরদারের ছেলে।


অন্য আহতদের মধ্যে আব্দুল আনসার জোয়াদ্দার প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতেই আছেন এবং আব্দুল খোরশেদ জোয়াদ্দার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।


ঘটনা সূত্রে জানা যায়, শনিবার রাতে আহত আব্দুল আনসার জোয়াদ্দার ও আব্দুল খোরশেদ জোয়ারদার ঘটনাস্থলে বসে গল্প করছিলেন এমন সময় নছিমন চালক কোন কিছু বুঝে ওঠার আগেই তাদের ধাক্কা দিয়ে ব্রিজের নিচে পড়ে যায়। এসময় নসিমন চালকের শরীরের বিভিন্ন স্থানে ব্রিজের পাইলিংয়ের বের করে রাখা রড ঢুকে যায়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নসিমন চালকের শরীরের অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।


স্থানীয়রা বলেন, এর আগেও এখানে কয়েকটি দুর্ঘটনা ঘটনা ঘটেছে কিন্তু কোন ধরনের কর্ণপাত করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখানে দুর্ঘটনার শিকার হয়ে একজন ভ্যানচালকের মৃত্যুর অভিযোগও রয়েছে। তাদের দাবি সেতু নির্মাণকারী ব্যক্তিদের এখানে সতর্কবার্তা দিতে বলা হয়েছিল কিন্তু তাদের কোন কথা শোনেননি ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন বা এলজিইডি’র কর্মকর্তা।


কালুখালী উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. তৌহিদুল হক জোয়াদ্দার মুঠোফোনে বলেন, গত কাল রাতে বেপরোয়া গতিতে নসিমন চালক নির্মাণাধীন ব্রিজের নিচে পড়ে যায়। আহত অবস্থায় তাকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। ওই ঘটনায় আরও দুইজন আহত হয়। আহতদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে আছে। আব্দুল খোরশেদ জোয়াদ্দার নামে আর এক জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com