রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
১৩ জানুয়ারি, শনিবার সন্ধ্যা পৌনে ৭টায় উত্তরা ৯ নম্বর সেক্টরের ২২ নম্বর বাসায় আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে উত্তরা ৯ নম্বর সেক্টরের ৬তলা একটি আবাসিক ভবনের ৫ তলায় আগুন লাগার সংবাদ আসে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ছাড়া হতাহতের কোনো সংবাদ আসেনি বলেও জানান তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]