রাজধানীর ফকিরাপুলের আবাসিক তাজমহল হোটেল থেকে নাজমুল হক (৪৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ।
১৩ জানুয়ারি, শনিবার বিকেল তিনটার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।
নাজমুল হক নারায়ণগঞ্জ সোনারগাঁও থানার কুতুবপুর গ্রামের মো. হযরত আলীর ছেলে। তিনি গার্মেন্টসের জুট ব্যবসায়ী ছিলেন।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: সোহাগ চৌধুরী বলেন, আজ দুপুরের দিকে আমরা খবর পেয়ে ঘটনাস্থল ফকিরাপুল তাজমহল আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, হোটেলের রেজিস্ট্রার থেকে জানতে পারি ওই ব্যক্তি গত ১১ জানুয়ারি থেকে দ্বিতীয় তলার দুই নং কক্ষে ওঠেন। পেশায় তিনি গার্মেন্টসের জুট ব্যবসায়ী ছিলেন। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বিবার্তা/বুলবুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]