
কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে মিয়ানমারের তৈরি ৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করেছে টেকনাফের কোস্টগার্ড সদস্যরা।
১২ জানুয়ারি, শুক্রবার বিকেলে কোস্ট গার্ড পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এস এম তাহসিন রহমান জানান, শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদী সংলগ্ন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে নাফ নদী সংলগ্ন প্যারাবনের মধ্যে সন্দেহ জনক কতিপয় ব্যক্তির উপস্থিত আনাগোনা দেখতে পায়। এসময় কোস্ট গার্ডের একটি বিশেষ দল নাফ নদী থেকে তাদেরকে টর্চ লাইটের আলো এবং বাঁশির শব্দ ব্যবহারের মাধ্যমে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মাদক কারবারিরা।
অতঃপর নাফ নদী সংলগ্ন সন্দেহজনক স্থান প্যারাবনে অভিযান চালিয়ে মাদকের ৫টি বস্তা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বস্তাগুলো খুলে তল্লাশি করে ৪১০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার জব্দ করে অভিযানিক দল, তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পাওয়ায় পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত বিয়ার এর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয় বলে জানায় ওই কর্মকর্তা।
বিবার্তা/পূণ্য বর্ধন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]