
“ভালো মানুষ ভালো দেশ, স্বর্গ ভূমি বাংলাদেশ’ -এ স্লোগানকে প্রতিপাদ্য করে বান্দরবান জেলার লামা উপজেলার গরীব অসহায় প্রতি পরিবারকে একটি করে মোট ১ হাজার ৫০০ শীতার্ত পরিবারের মাঝে উপহার হিসেবে শীতবস্ত্র কম্বল প্রদান করেছে কোয়ান্টাম ফাউন্ডেশন।
১২ জানুয়ারি, শুক্রবার সকালে উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টামম’র মাতৃমঙ্গল-প্রবীণ সেবা কেন্দ্র প্রাঙ্গণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন ফারুক এ শীতবস্ত্র কম্বল প্রদান উদ্ভোধন করেন।
কোয়ান্টাম ফাউন্ডেশনের চট্টগ্রাম কেন্দ্রের অর্গানিয়ার কো অর্ডিনেশন এসএম সাজ্জাদ হোসেন সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল আলম, চট্টগ্রাম মাতৃমঙ্গল কার্যক্রমের উপদেষ্টা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও কোয়ান্টম মসজিদ কমপ্লেক্সের সহ-সভাপতি মাওলানা মুসতাফা মুনীরুদ্দীন উপস্থিত ছিলেন।
এর আগে সকাল থেকে তীব্র শীত উপেক্ষা করে শত শত গরীব অসহায় নারী পুরুষ আর শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে কোয়ান্টামম’র মাতৃমঙ্গল ও প্রবীণ সেবা কেন্দ্র প্রাঙ্গণ। পরে কম্বল বিতরণের পাশাপাশি মাতৃমঙ্গলে সেবা গ্রহণকারী মা, শিশু ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. হাবিব জালাল উদ্দীন আহমেদ ও গাইনি বিশেষজ্ঞ ডা. দেবেলা মল্লিক রায়।
এ সময় শীতের কম্বল পেয়ে খুশি হওয়ার পাশাপাশি কোয়ান্টাম কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, ঢেকিছড়া পাড়ার বাসিন্দা কাই পাও মুরুং, চং ইয়া, লম্বাখোলা এলাকার নুরুল ইসলাম, রাবেয়া ও আনোয়ার হোসেন। শেষে মাতৃমঙ্গলে নিয়মিত সেবা গ্রহণকারী মা-শিশুদের ফ্রি চিকিৎসা ও ওষুধ প্রদান করা হয় বলে জানান, কোয়ান্টাম লামা সেন্টারের অর্গানিয়ার মাসুদ পারভেজ।
তিনি বলেন, কোয়ান্টাম প্রতিবারের মতো এবারো কম্বল বিতরণ করেছে। সম্প্রতি পাহাড়ে শীত বেড়ে যাওয়ায় শীত উপহার হিসেবে এই কম্বলগুলো দেড় হাজার পরিবারে কিছুটা হলেও স্বস্তি দেবে।
বিবার্তা/আরমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]