
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে অজ্ঞাত গাড়ি চাপায় বিজন দেবনাথ মজুমদার (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি নরসিংদীর পলাশবাজার এলাকার বিপুল কৃষ্ণ মজুমদারের ছেলে।
১১ জানুয়ারি, বৃহস্পতিবার মহাসড়কের বেকিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, বিজন দেবনাথ প্রাইভেটকারে চড়ে ঢাকায় যাচ্ছিলেন। আমাদের ধারণা, বেকিনগর আসলে তার গাড়ির চাকা ফেটে যায় এবং তিনি গাড়ি থেকে নেমে যান। এসময় পেছন দিক থেকে কোনো অজ্ঞাত গাড়ি এসে তাকে চাপা দিয়ে চলে যায়। ওই যুবকের মরদেহ দুপুর দেড়টার দিকে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]