মন্ত্রী হচ্ছেন মৌলভীবাজারের আব্দুস শহীদ
প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৪, ১২:০৭
মন্ত্রী হচ্ছেন মৌলভীবাজারের আব্দুস শহীদ
শ্রীমঙ্গল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পূর্ণমন্ত্রী'র ডাক পেলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের ৭ম বারের মতো নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।


এর আগে ১৯৯৬ সালে আওয়ামী লীগের সরকার গঠন করলে তখন তিনি প্রতিমন্ত্রীর মর্যাদায় সরকার দলীয় হুইপ মনোনীত হন। ২০০৯ সালে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পূর্ণ মন্ত্রীর মর্যাদায় জাতীয় সংসদের চিফ হুইপ মনোনীত হয়েছিলেন। এবার তিনি সরাসরি পূর্ণমন্ত্রী হচ্ছেন।


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হচ্ছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) তাদের মধ্য থেকে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও উপ-মন্ত্রী নিয়ে গঠিত হচ্ছে সরকার।


মন্ত্রিপরিষদ গঠনের জন্য বুধবার বিকেল থেকে শপথের জন্য ডাক শুরু হয়েছে। ইতোমধ্যে সেই ফোন পেয়েছেন অনেকেই। এদের মধ্যে রয়েছেন উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।


তবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সে ব্যাপারে নিশ্চিত তথ্য জানা যায়নি।


এদিকে মোঃ আব্দুস শহীদ মন্ত্রী পরিষদে ডাক পাওয়ার সাথে সাথে শ্রীমঙ্গল বাসী ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তাৎক্ষণিক আনন্দ মিছিল বের করেন।


উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেবের নেতৃত্বে শহরের হবিগঞ্জ রোড থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার হবিগঞ্জ রোডে এসে শেষ হয়।


এ সময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহীদ হোসেন, যুবলীগ নেতা আকবর হোসেন শাহিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব লিটন প্রমূখ।


বিবার্তা/রিয়ন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com