
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে।
১০ জানুয়ারি, বুধবার দুপুরে উপজেলা মোড়ে ডা. সন্তোষ দাসের মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, মার্কেটটিতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এজেন্সি অফিস আছে। অগ্নিকাণ্ডে অফিসের গুরুত্বপূর্ণ অনেক পার্সেল পুড়ে ছাই হয়ে গেছে।
এছাড়া মার্কেটে একটি কম্পিউটার ও ফটোকপির দোকান, দুটি বিকাশের দোকান, একটি ইলেকট্রনিক্সের দোকান, দুটি মুদিদোকান, একটি কনফেকশনারির দোকান ও একটি নতুন অটোরিকশা সম্পূর্ণ পুড়ে যায়। এতে আশপাশের বেশ কয়েকটি দোকানেরও আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে বিজয়নগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
বিবার্তা/নিয়ামুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]