নির্বাচন পরবর্তী সহিংসতা
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের অফিস ভাংচুর, আহত ১
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ২১:২৭
লক্ষ্মীপুরে আওয়ামী লীগের অফিস ভাংচুর, আহত ১
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর সদরের কুশাখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের অফিস ভাংচুর করা হয়েছে। এসময় মো. রমিজ (২৫) নামে আওয়ামী লীগের এককর্মীকে মারধর করা হয়। আহত রমিজকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


৮ জানুয়ারি, সোমবার বিকেলে ওই ইউনিয়নের ঝাউডগীর হাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। আহত রমিজ ওই এলাকার হোসেনের ছেলে।


৭ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির লোকজন লাঠিসোটা নিয়ে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে আওয়ামী লীগ।


প্রত্যক্ষদর্শীরা জানায়, কুশাখালী ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদের নেতৃত্বে সজীব, আল আমিন ও সুজনসহ ২০-২৫ জন লাঠিসোটা নিয়ে আওয়ামী লীগের অফিসে এসে হামলা চালায়। এসময় স্থানীয় আওয়ামী লীগ কর্মী আলা উদ্দিনের উপর হামলার চেষ্টা করে।


এসময় তাকে রক্ষা করতে গিয়ে তার চাচাতো ভাই রমিজের উপর হামলা করে তারা। অভিযুক্তরা গত কয়েকদিন থেকে এলাকায় ভোট বর্জনের লিফলেট বিলি করেছে বলে জানায় স্থানীয়রা।


৯ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কামাল পাটওয়ারী বলেন, হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। রমিজের উপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়েছে। তার নাকে ও মাথায় আঘাত করা হয়েছে। তাকে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছি।


কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সভাপতি নুরুল আমিন বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির লোকজন আওয়ামী লীগের অফিসে হামলা চালিয়েছে। একজনকে পিটিয়ে আহত করেছে। আমি ঘটনাস্থলে এসে পুলিশকে জানিয়েছি। পুলিশ ভাংচুরকৃত অফিস পরিদর্শন করে গেছে।


চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, আওয়ামী লীগের অফিসে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com