ইসলামপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছর কারাদণ্ড
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৪, ২০:০৭
ইসলামপুরে সহকারী প্রিজাইডিং অফিসারের দুই বছর কারাদণ্ড
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা জামালপুর-২ ইসলামপুর আসনে চৌধুরী কুদরতে খোদা ওরফে আইয়ুব আলী নামে এক সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেছে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উৎকোচ গ্রহণ করায় রবিবার রাতে সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ এই দণ্ডাদেশ দেন।


৮ জানুয়ারি, সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম।


আদেশের সূত্রে জানা গেছে, গত শনিবার দিবাগত রাতে ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কুদরতে খোদা ওরফে আইয়ুব আলী ২৫ হাজার টাকা ঘুষ গ্রহণ করায় তাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন সংক্ষিপ্ত বিচারিক আদালতের মাধ্যমে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।


ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, দণ্ডিত ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে জেল হাজতে পাঠানো হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, রবিবার রাতে আমার কার্যালয়ে এক সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে ওই সহকারী প্রিজাইডিং অফিসারকে দুই বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল্লাহ।


উল্লেখ্য, জামালপুর-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এস. এম. শাহিনুজ্জামান শাহীনের সমর্থক বাবু, লাভলু, বোরহান স্বতন্ত্র প্রার্থীর পক্ষে উপজেলার কুলকান্দি ইউনিয়নের হরিণধরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কুদরতে খোদা ওরফে আইয়ুব আলীকে ২৫ হাজার টাকা উৎকোচ প্রদান করে। বিষয়টি টের পেয়ে তাকে হাতে নাতে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছে সোপর্দ করে স্থানীয়রা। খবর পেয়ে ওইদিন রাতেই ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর রহমান ঘটনাস্থলে গিয়ে সহকারী প্রিজাইডিং অফিসারকে উদ্ধার করে নিয়ে আসেন।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com