শান্তিপূর্ণ পরিবেশে সাতক্ষীরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে ১লক্ষ ৪৪ হাজার ০৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী ফিরোজ আহমেদ স্বপন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের প্রার্থী সৈয়দ দিদার বখত পেয়েছেন ১৮ হাজার ৫৫৩ ভোট।
সাতক্ষীরা-২ আসনে ৮৮ হাজার ৩৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জোটের লাঙ্গল প্রতীকের প্রার্থী আশরাফুজ্জামান আশু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মীর মোস্তাক আহমেদ রবি পেয়েছেন ২৭ হাজার ৪৪৭ ভোট।
সাতক্ষীরা-৩ আসনে নৌকার প্রার্থী ডা. আ ফ ম রুহুল ১ লক্ষ ৫৬ হাজার ১৪৬ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলিফ হোসেন লাঙ্গল প্রতীকে ১১ হাজার ২৭৯ ভোট।
সাতক্ষীরা-৪ আসনে নৌকার প্রার্থী আতাউল হক দোলন ১লক্ষ ৩৬ হাজার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নোঙর প্রতীকের প্রার্থী এইচ এম গোলাম রেজা পেয়েছেন ৩৮ হাজার ০৮৮ ভোট।
বিবার্তা/সেলিম/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]