মৌলভীবাজারে ৩ প্রার্থীর ভোট বর্জন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৭:১০
মৌলভীবাজারে ৩ প্রার্থীর ভোট বর্জন
মৌলভীবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মৌলভীবাজারের দু’টি সংসদীয় আসনের ৩ প্রার্থী ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।


৭ জানুয়ারি, রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে ভোট কারচুপি, জালিয়াতি, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া, পেশি শক্তির প্রয়োগসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেন এই তিন প্রার্থী।


মৌলভীবাজার-৩ (সদর ও রাজনগর) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী অ্যাডভোকেট আবু বকর ভোট বর্জন করে গণমাধ্যমকর্মীদের জানান, রাজনগরের দক্ষিণ ঘরগাঁও কেন্দ্রে এক ব্যক্তি একাধিকবার সিল মারছেন এমন দৃশ্য দেখে আমি প্রতিবাদ করলে পেছন দিক থেকে একজন এসে আমাকে ধরে বের করে দেয়।


তিনি অভিযোগ করে বলেন, এই দুই উপজেলার প্রতিটি কেন্দ্রে একইভাবে জালিয়াতি ও অনিয়ম করে ভোট কাস্ট করা হয়।


একই অভিযোগে ভোট বর্জন করেন ওই সংসদীয় আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. আলতাফুর রহমান।


এদিকে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক এমপি এম এম শাহীন ভোট কারচুপি, জালিয়াতি, কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেঅয়া, পেশি শক্তির প্রয়োগসহ নানা অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দেন।


উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে মোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com