নিশ্চিত পরাজয় জেনে শেষ মুহূর্তে জাফর আলমের ভোট বর্জন
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৬:৫১
নিশ্চিত পরাজয় জেনে শেষ মুহূর্তে জাফর আলমের ভোট বর্জন
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুষ্ঠু নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন শেষ হওয়ার মাত্র একঘণ্টা পূর্বে নির্বাচন বর্জন করেন কক্সবাজার-১ আসনের স্বতন্ত্র প্রার্থী জাফর আলম।


৭ জানুয়ারি, রবিবার বিকেল ৩টার দিকে নিজের ফেসবুক ওয়ালে এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।


এ সময় তিনি বলেন, বিজিবি ও গোয়েন্দা সংস্থার নেতৃত্বে অধিকাংশ কেন্দ্র দখল করে ভোট ডাকাতি ও আমার এজেন্টদের মারধর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার প্রতিবাদে আমি ভোট বর্জন করলাম।


তবে ভোটাররা বলছেন, তিনি এমপি থাকাকালে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। এজন্য ভোটাররা এবার মুখ ফিরিয়ে নিয়েছে। যে কারণে নিশ্চিত পরাজয় জেনে তিনি নির্দিষ্ট সময়ের মাত্র একঘণ্টা আগে নির্বাচন বর্জনের ঘোষণা দেন।


উল্লেখ্য, জাফর আলম আওয়ামী লীগের একাদশ সংসদের সদস্য (এমপি) হলেও এবার তাকে বাদ দিয়ে দলটি থেকে সালাহ উদ্দিন আহমেদকে মনোনয়ন দেওয়া হয়। কিন্তু ঋণখেলাপের অভিযোগে তার মনোনয়ন বাতিল হয়। পরে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়া হয় সৈয়দ মুহাম্মদ ইবরাহীমকে। দলীয় মনোনয়নবঞ্চিত জাফর আলম ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com