সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে ২জনের কারাদণ্ড
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩৮
সিরাজগঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে ২জনের কারাদণ্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জ-৩ আসনের রায়গঞ্জে জাল ভোট দেওয়ার অভিযোগে দুই ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


৭ জানুয়ারি, রবিবার দুপুরে রায়গঞ্জ উপজেলার বাসুদেবকোল শ্রীরামেরপাড়া ইসলামিয়া দাখিল মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।


দণ্ডপ্রাপ্তরা হলেন, বাসুদেবকোল দক্ষিণপাড়ার আছের আলীর ছেলে ইকবাল হোসেন সরকার (৪১) ও একই এলাকার নুরুল ইসলাম সরকারের ছেলে মোবারক হোসেন (৪০)।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান জানান, ওই দুই ব্যক্তি ছদ্মবেশে ভোটারদের লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার চেষ্টা করছিলেন। সন্দেহ হওয়ায় তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা জাল ভোট দিতে আসার কথা স্বীকার করেন।


তিনি বলেন, দণ্ডবিধির ১৮৬০-এর ১৭১-চ ধারা অনুযায়ী তাদের দুইজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com