শিরোনাম
বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ১১:১৬
বান্দরবানে সকাল-সন্ধ্যা হরতাল চলছে
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিলেরদাবিতে বান্দরবানে বুধবারসকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতালের কারণে সকাল থেকে বান্দরবানের সঙ্গে সারাদেশের দূর পাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। তবে জেলার অভ্যন্তরে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


৫ বাঙালি সংগঠন পার্বত্য সমঅধিকার আন্দোলন পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য শ্রমিক ঐক্য পরিষদ, জাগো পার্বত্যবাসী ও বাঙালি ছাত্র পরিষদ এ হরতাল আহ্বান করে।


বাঙ্গালী সংগঠনের নেতারা জানান, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন পাসের আগে পার্বত্য চট্টগ্রামের সকল সম্প্রদায়ের মানুষের মতামত নেয়া হয়নি। তাই এই আইনের ফলে পার্বত্য চট্টগ্রামে ভূমি সংক্রান্ত বিরোধ ও সংঘাত আরো বেড়ে যাবার আশঙ্কা রয়েছে।


বান্দরবান সদর থানার ওসি মোহাম্মদ রফিক উল্লাহ বলেন, শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে।


বিবার্তা/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com