
নড়াইলের কালিয়া উপজেলায় গাঁজা গাছসহ মো. আবুল কালাম আজাদ (৩৮) নামে এক গাঁজা চাষিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের পর আসামিকে ৪ জানুয়ারি, বৃহস্পতিবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) বিকেলে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কলিমন গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ এসময় আবুল কালাম আজাদ বাড়ির পাশে নিজ জমিতে চাষকৃত গাঁজা পরিচর্ষা করছিল। গ্রেফতারকৃত গাঁজা চাষি আবুল কালাম আজাদ মৃত লায়েক হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকেলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক মো. ফারুক হোসেন ও সহকারী উপ-পরিদর্শক মো.মাহফুজুর রহমান এবং আনিসুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের কলিমন গ্রামে অভিযান চালায়।
এ সময় আবুল কালাম আজাদের বাড়ির পশ্চিম পাশে নিজ জমিতে চাষ করা গাঁজা গাছসহ তাকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাব্বিরুল আলম বলেন, আসামির বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/শরিফুল/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]