
নতুন বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত নোয়াখালীর ৯টি উপজেলার শিক্ষার্থীরা। নতুন বই হাতে পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা।
১ জানুয়ারি, সোমবার সকালে নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান।
এছাড়াও কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি ইকবাল হোসেন সুমন, প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক আহসান উল্যা হেলালসহ বিদ্যালয়ের অন্যন্যা শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
এবার জেলায় প্রাথমিকে ১৭ লাখ ৫৭ হাজার ৫০০ বই বিতরণ করা হবে। এছাড়া মাধ্যমিক পর্যায়ে ৩৫ লাখ ৯১ হাজার ৬২৭টি বই তুলে দেওয়া হবে। জেলার ৯টি উপজেলায় একযোগে সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে সোমবার সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়।
বিবার্তা/ইকবাল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]