শিরোনাম
কালিয়াকৈরে ৪ ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১৯ অক্টোবর ২০১৬, ০২:৩০
কালিয়াকৈরে ৪ ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা
গাজিপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাপে কম দেওয়ার দায়ে চার ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন এ জরিমানা করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত ফিলিং স্টেশনগুলো মাপে কম দিয়ে তেল, পেট্রোল, অকটেন বিক্রি করে আসছে। এমন অভিযোগে মঙ্গলবার বিকেলে বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত।


এ সময় মাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় উইনার এনার্জি ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, ভাইকিং ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা, মুনস্টার ফিলিং স্টেশনকে ২০ হাজার টাকা ও সীমান্ত ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই গাজীপুরের সহকারী পরিচালক মোন্নাফ হোসেন, কালিয়াকৈর থানা পুলিশসহ উপজেলার প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা।


কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানোয়ার হোসেন বলেন, ‘মাপে কম দেওয়ার অভিযোগে ওই চার ফিলিং স্টেশনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com