শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মবার্ষিকী পালিত
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ২৩:২৬
চাঁপাইনবাবগঞ্জে ইলা মিত্রের জন্মবার্ষিকী পালিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের নাচোলের ঐতিহাসিক তেভাগা আন্দোলনের বিপ্লবী নেত্রী ইলা মিত্রের ৯১তম জন্মবার্ষিকী পালন করেছে প্রগতিশীল নারীদের সংগঠন ‘জাগো নারী বহ্নিশিখা’। মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারে দিবসটি পালন করা হয়।


এ উপলক্ষে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, ইলা মিত্র উচ্চবিত্ত পরিবারের সন্তান হয়েও সাধারণ কৃষকদের অধিকার প্রতিষ্ঠায় আজীবন লড়াই করে গেছেন। তেভাগা আন্দোলনে নের্তৃত্ব দিতে গিয়ে যে নির্যাতনের শিকার হয়েছিলেন ইতিহাসে তা নজিরবিহীন। বক্তারা পাঠ্য বইয়ে ইলা মিত্রের জীবনী অন্তর্ভূক্তির দাবি জানান।


আলোচনা সভায় সভাপতিত্ব করেন বহ্নিশিখার আহ্বায়ক ফারুকা বেগম। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক জিয়াউল হক, বহ্নিশিখার সদস্য সচিব মনোয়ারা খাতুন, সাংবাদিক আনোয়ার হোসেন প্রমুখ।


বিবার্তা/জাকির/পলাশ/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com