শিরোনাম
মাগুরায় ৭ জেলের জরিমানা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ২১:১৬
মাগুরায় ৭ জেলের জরিমানা
মাগুরা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাগুরার মহম্মদপুর উপজেলার মধুমতি নদীতে ইলিশ ধরার দায়ে সাত জেলেকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়।


মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন হোসেন এ জরিমানা করেন।


অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার বাবুখালি ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের মোসলেম মোল্লা (৪০), ছালাম শেখ (৫০), ফরিদপুরের মধুখালি এলাকার ঝন্টু মৃধা (৪০), সদর আলী (৩৬), শিবরামপুর গ্রামের নায়েব আলী (৩২), দাতিয়াদাহ গ্রামের নূরুল ইসলাম (৪০) ও ইলিয়াস শেখ (৩৫)।


ইউএনও মো. শাহীন হোসেন জানান, মোসলেম, ছালাম, ঝন্টু, সদর, নায়েবকে ১ হাজার টাকা করে এবং নূরুল ও ইলিয়াসকে ২ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com