শিরোনাম
ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণে ঝিনাইদহে মানববন্ধন
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:৫১
ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণে ঝিনাইদহে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

উপমহাদেশের নারী জাগরণ ও কৃষক আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রের স্মৃতি সংরক্ষণের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদ।


মঙ্গলবার দুপুর ১২টায় ঝিনাইদহ শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।


মানবন্ধন্ধনে জেলা জাসদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, শ্রমিকলীগ নেতা একরামুল হক লিকু, আমেনা খাতুন কলেজের উপাধ্যক্ষ আব্দস সালাম, ইলা মিত্র স্মৃতি সংরক্ষণ পরিষদের আহবায়ক গৌতম বসু, সদস্য সচিব সুমন শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।


মানববন্ধন শেষে সংগঠনের নেতারা ৫ দফা দাবিতে ঝিনাইদহ জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদারের কাছে একটি স্মারকলিপি দেন।


উল্লেখ্য, ইলা মিত্র ১৯২৫ সালের ১৮ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন। বাংলার শোষিত ও বঞ্চিত কৃষকের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন তিনি। মহীয়সী এ নারী ২০০২ সালের ১৩ অক্টোবর কলকাতায় মৃত্যুবরণ করেন।


বিবার্তা/কোরবান/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com