রাজবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুনের ঘটনায় মামলা
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩, ১৫:৫৭
রাজবাড়ীতে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুনের ঘটনায় মামলা
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেল আগুন দেওয়াসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় বিএনপির ১২ নেতাকর্মীর নামে কালুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।


বুধবার (১ নভেম্বর) দিবাগত রাতে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাকিবুল ইসলাম (লাবু) বাদী হয়ে মামলা দায়ের করেন।


অভিযুক্তরা হলেন, কালুখালী উপজেলা যুবদলের সভাপতি প্রত্যাশী মো. আনিছুর রহমান (৪৫), মৃগী ইউনিয়ন যুবদলের কর্মী মো. মিজান (৪১), বোয়ালিয়া ইউনিয়ন যুবদলের কর্মী জিল্লুর রহমান (৪৫), রতনদিয়া ইউনিয়ন যুবদলের কর্মী মো. হাসমত মোল্লা (৫০), সবুজ আলী মুন্সি (৪৫), মো. শাজাহান আলী শেখ (৫৭), মুরাদ মাস্টার (৫০), মুকিম মণ্ডল (৩০), শহীদুর রহমান শহীদ (৫৫), আব্দুর রাজ্জাক খান (৬৫), রকি মোল্লা (৩৫) এবং টিটো মোল্লা (৩৩)।


অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বাদী রফিকুল ইসলাম (লাবু) বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে শান্তিপূর্ণ সমাবেশ শেষ করতে নেতাকর্মীদের নিয়ে মাঝবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের শাখা অফিস মোহনপুর বাজার থেকে উপজেলা আওয়ামী লীগের অফিসে ফিরছিলেন।


বুধবার রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে কাসেম মহাজনের ইটের ভাটার কাছে পৌঁছালে আসামিরা ইট পাথর নিক্ষেপ করে আমাদের উপর। এসময় তার একাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। সেসময় আসামি একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়ে পশু হাসপাতালের পাশ দিয়ে চলে যায়।


রাজবাড়ীর সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা বলেন, এ সময় অবরোধকারীরা চারটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক বাদি হয়ে রাতেই ১২ জনের বিরুদ্ধে কালুখালী থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


বিবার্তা/মিঠুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com