শিরোনাম
ওসির ফেসবুক আইডি হ্যাক করে অশ্লীল পোস্ট!
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:২৭
ওসির ফেসবুক আইডি হ্যাক করে অশ্লীল পোস্ট!
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

রাজশাহীর গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সির ফেসবুক আইডি হ্যাক করে স্থানীয় সাংসদ ও প্রধানমন্ত্রী সম্পর্কে অশ্লীল ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়া হয়েছে।


মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ফেসবুক কর্তৃপক্ষের কাছে এ ব্যাপারে অভিযোগ করলে ওই আইডি বন্ধ করে দেয়া হয়। তবে এ নিয়ে রাজশাহী জেলা পুলিশ ও স্থানীয়দের মধ্যে তোলপাড় চলছে। বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে।


সকাল ৮টার দিকে ‘ওসি গোদাগাড়ী’ নামের ওই ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, সকাল সাড়ে ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি আপলোড করে তাতে কুরুচিপূর্ণ লেখা পোস্ট দেয়া হয়েছে। এর কয়েক মিনিট পরই জেলা আওয়ামী লীগের সভাপতি স্থানীয় সাংসদ ওমর ফারুক চৌধুরীর ছবি আপলোড করে তাতেও কুরুচিপূর্ণ লেখা পোস্ট করা হয়।


জানতে চাইলে গোদাগাড়ী থানার ওসি হিপজুর আলম মুন্সি বলেন, তিনি এ থানায় যোগ দেয়ার পর তার সরকারি মোবাইলের নম্বর দিয়ে তিনি ফেসবুক আইডি খুলেছিলেন।



সোমবার রাতেও তিনি ফেসবুক ব্যবহার করেন। মঙ্গলবার সকালে তার ফেসবুক আইডিতে এসব অশ্লীল পোস্ট দেখে অনেকেই তাকে ফোন করতে শুরু করেন। তখন তিনি বিষয়টি জানতে পারেন। এরপর তিনি ফেসবুকে ঢোকার চেষ্টা করেও আর পারেননি।


ওসি আরও জানান, হ্যাকার আইডির নিয়ন্ত্রণ নিয়ে প্রথমে সেটি ই-মেইল আইডিতে রুপান্তর করে ফেলে। ওই ই-মেইলের প্রথম ডিজিট ‘সি’ এবং শেষ ডিজিট ‘৭’। তিনি বহু চেষ্টা করেও আইডির পাসওয়ার্ড উদ্ধার করতে না পেরে বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানান। সকাল ১০টার পর আইডি বন্ধ করে দেয়া হয়।


রাজশাহী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবদুর রশিদ জানান, বিভিন্ন থানার ওসিদের নামে ফেসবুক আইডি খুলে পুলিশ নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে। এ নিয়ে জেলা পুলিশে ব্যাপক তোলপাড় শুরু হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মোয়াজ্জেম হোসেন ভূঁইয়া জানান, গোদাগাড়ীর ওসি তাকে জানানোর পর তিনি পুলিশ সদর দফতরকে বিষয়টি অবহিত করেন। সেখান থেকে ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ করা হয়। এরপরই সকাল ১০টার দিকে ফেসবুক কর্তৃপক্ষ আইডি বন্ধ করে দেয়।


এসপি বলেন, সরকারবিরোধী কোনো মহল কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। আর এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণও প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/রিমন/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com