শিরোনাম
চট্টগ্রামে ৬ মাছ বিক্রেতার জরিমানা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০১৬, ১৬:০৪
চট্টগ্রামে ৬ মাছ বিক্রেতার জরিমানা
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম মহানগরীতে আকারে ছোট ও রং মিশ্রিত মাছ বিক্রির অপরাধে ৬ মাছ বিক্রেতাকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে ৫৩ কেজি মাছ জব্দ করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহি অনুপম মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর ফিশারীঘাট, রিয়াজ উদ্দিন বাজার ও পাহাড়তলী মাছের বাজারে অভিযান চালান।


জানা যায়, নগরীর ফিশারীঘাট এলাকায় আকারে ছোট মাছ বিক্রির অপরাধে জসিম ও আলমগীরকে ১০ হাজার টাকা জরিমানা ও তাদের কাছ থেকে ১৫ কেজি মাছ জব্দ করা হয়। একই অপরাধে পাহাড়তলী বাজারে সাব্বির আহম্মেদকে ৫ হাজার টাকা জরিমানা ও ৭ কেজি মাছ জব্দ করা হয়। অন্যদিকে রিয়াজউদ্দিন বাজারে মাছে রং মিশিয়ে বিক্রির অপরাধে মনসুর আলম, জাকির হোসেন ও নুরুল হককে ১৫ হাজার টাকা জরিমানা ও তাদের কাছ থেকে ৩১ কেজি মাছ জব্দ করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, আর্মড পুলিশ ব্যাটালিয়ানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাজু/পলাশ/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com