শিরোনাম
নওগাঁয়ে ২ ডায়াগনস্টিককে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ২৩:২৮
নওগাঁয়ে ২ ডায়াগনস্টিককে ৫০ হাজার টাকা জরিমানা
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ডাক্তার ও নাস না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে নওগাঁর পত্নীতলা উপজেলার ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ডায়াগনস্টিক সেন্টার দুটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।


পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেক ও র‌্যাব-৫ জয়পুরহাটের মেজর আরাফাত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নজিপুর-নওগাঁ সড়কের পালশা এলাকার ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স, ডাক্তার ও নার্স না থাকার অভিযোগে ৩৫ হাজার টাকা এবং একই অভিযোগে নজিপুর নতুন হাট এলাকার স্কয়ার ডায়াগনস্টিক সেন্টারতে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় ডায়াগনস্টিক সেন্টারকে মেডিকেল ও ভোক্তা আইনে জরিমানা করা হয়।



ভ্রাম্যমাণ আদালত চলাকালে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাজিকুল ও র‌্যাব-৫ জয়পুরহাটের সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/শাহিনুর/পলাশ/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com