শিরোনাম
মেয়রের বাসার সামনে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ২৩:১০
মেয়রের বাসার সামনে ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লায় সিটি মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনের বাসার সামনে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় সড়কে যানবাহন চলাচলেও বাধা দেয় ছাত্রলীগ কর্মীরা।


সোমবার রাত ১০টার দিকে সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল আলম লিমন এবং নগর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদ রাসেলের অনুসারীদের মধ্যে এই ঘটনা ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।


সূত্র জানায়, শশী নামের এক ছাত্রলীগ কর্মীকে নিয়ে সাইফুল আলম লিমন মেয়রের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। তারা বের হওয়ার সময় লিমনের সামনে শশীকে মারধর করে প্রতিপক্ষ গ্রুপের ছেলেরা। এতে লিমনের অনুসারীরা ক্ষুব্ধ হয়।


লিমনের অনুসারী ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মেয়রের বাসার সামনে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সরিয়ে দেয়।


এরপর মিছিল নিয়ে প্রেসক্লাবের দিকে যাবার পথে আন্দরকিল্লায় দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। তবে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে লিমনের অনুসারীরা চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে গিয়ে বিক্ষোভ করে।


জানতে চাইলে নগর পুলিশের সহকারি কমিশনার (কোতয়ালি জোন) আব্দুর রহীম জানান, মেয়র মহোদয়ের বাসার সামনে ছোটখাট ঘটনা ঘটেছে। সামান্য ধাওযা পাল্টা ধাওয়া হয়েছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে। এখন কোন সমস্যা নেই।



বিবার্তা/ইফতি/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com