শিরোনাম
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই, ব্রাদার টিটোর পদযাত্রা
প্রকাশ : ১৭ অক্টোবর ২০১৬, ২৩:০৮
সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই, ব্রাদার টিটোর পদযাত্রা
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তিনি বয়সে নবীণ। কিন্তু মননে লালন করেন এক অদ্ভুত পরিণত চেতনা। শিক্ষাঙ্গনে কোনো সন্ত্রাস থাকবে না, শিক্ষাকে বাণিজ্যের হাতিয়ার করা হবে না- এটাই তার জীবনের অন্যতম প্রধান চাওয়া।


সৃষ্টিশীল এই মানুষটি তার সে চাওয়া-পাওয়া পূরণে বেছে নিয়েছেন এক ব্যতিক্রমী উদ্যোগ। ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন চাই, শান্তির জন্য পায়ে হাঁটা’ স্লোগান নিয়ে যশোর থেকে রাজধানী অভিমুখে পদযাত্রা শুরু করেছেন ব্রাদার টিটো'স হোমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আলী আযম টিটো। যশোরবাসীর কাছে যিনি ব্রাদার টিটো নামেই পরিচিত।


সোমবার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তার এ পদযাত্রা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। সংবাদ সম্মেলনের পরই তিনি তার কর্মসূচি শুরু করেন।


সংবাদ সম্মেলনে তিনি জানান, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানকে অস্ত্র ও সন্ত্রাসমুক্ত করার জন্য অভিভাবকরা দাবি জানিয়ে আসছেন। আর এ দাবিকে আরো জোরালো করার উদ্দেশে তিনি ব্যতিক্রম পদযাত্রা শুরু করছেন।


এতে জানানো হয়, যশোর থেকে রাজধানী ঢাকায় যেতে যত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের কাছ থেকে সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গণ প্রতিষ্ঠার জন্য মতামত ও লিখিত বক্তব্য নেয়া হবে। এসব মতামত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গণদাবি হিসেবে পেশ করা হবে।


সংবাদ সম্মেলনে ব্রাদার টিটো আশা প্রকাশ করে বলেন, শিক্ষা ক্ষেত্র থেকে সন্ত্রাস নামক অভিশাপ দূর করার ভিত্তি স্থাপিত হবে।


প্রসঙ্গত, আলী আযম টিটো এর আগেও একাধিক সামাজিক ও শিক্ষামূলক আন্দোলন গড়ে তোলেন। ‌যার মধ্যে জবাবদিহিতামূলক শিক্ষা কার্যক্রম অন্যতম। এছাড়া নিজ প্রতিষ্ঠানে অনেককেই তিনি বিনা খরচায় ইংরেজি শেখার সুযোগ করে দিয়েছেন।


পাশাপাশি নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে যশোর শহরের লালদিঘি পাড়ে প্রতিষ্ঠিত ব্রাদার টিটো'স হোম শিশু শিক্ষায় এক যুগান্তকারী ধারণা হিসেবে ভূয়সী প্রশংসাও পেয়েছেন তিনি।


বিবার্তা/রোকন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com