টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ও আহত ৫
প্রকাশ : ৩০ জুন ২০২৩, ২২:৫৭
টাঙ্গাইলে বাস-অটোরিকশার সংঘর্ষ, নিহত ৩ ও আহত ৫
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে ঈদে ঘুরতে বের হয়ে বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।


শুক্রবার (৩০ জুন) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গাতে এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- টাঙ্গাইল শহরের দক্ষিণ কলেজপাড়া মহিষখোলা এলাকার শাহজাহান মিয়ার ছেলে ও অটোরিকশার চালক মো. বাবু মিয়া (৩৫), একই এলাকার আতোয়ার মিয়ার ছেলে মো. আওয়াল মিয়া (১৭) এবং আব্দুর রিপনের ছেলে মো. ফকর (১৬)।


নিহত আওয়াল মিয়ার মামা রায়হান মিয়া জানান, ঈদ উপলক্ষ্যে ওরা ১১ জন বন্ধু ঘুরতে বের হয়েছিল। পথিমধ্যে ওদের অটোরিকশার সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অটোচালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে ঢাকায় পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বাড়িতে আনা হয়েছে।


এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাহিদ হাসান বলেন, গোপালপুরের দ্রুতগামী পরিবহনের একটি বাস ঢাকা থেকে গোপালপুরের দিকে যাচ্ছিল। এ সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে বাসটিকে পাওয়া যায়নি। তবে অটোরিকশাটি পুলিশের হেফাজতে রয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com