তালায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রিয়াজুল ইসলাম (১৪) নামের এক ছাত্রের করুণ মৃত্যু হয়েছে।
৪ জুন, রবিবার বিকালে তালা উপজেলার ভায়ড়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
নিহত রিয়াজুল ভায়ড়া গ্রামের আজিজুল জোয়ার্দারের ছেলে। সে তালা সরকারি বিদে স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার দুপুরে নিজ বাড়িতে টেবিল ফ্যান চালিয়ে ঘুয়িমে ছিল রিয়াজুল। এক পর্যায়ে ফ্যানের আগলা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় তার পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে। তালা হাসপাতালে নিয়ে গেলে, কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী রেজাউল করিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিবার্তা/ সেলিম/ সউদ/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]