পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
প্রকাশ : ৩১ মে ২০২৩, ১৭:৪৯
পাংশায় বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

'তামাক নয়, খাদ্য উৎপাদন করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রাজবাড়ীর পাংশায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (৩১ মে) পাংশা উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফরিদ হাসান ওদুদ, সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান রুবেল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মাছপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জালাল উদ্দীন বিশ্বাস, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: রোকেয়া বেগম।এছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন।


মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বলেন, তামাক ও তামাকজাত পণ্যের ব্যবহার দিনকে দিন জনস্বাস্থ্যের জন্য হুমকির মাত্রা বাড়িয়ে তুলেছে। তামাকের কারণে হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার, মুখ গহ্বরের ক্যান্সার, ডায়াবেটিকস্‌, এজমাসহ নানা রোগ বাড়ছে। এসব রোগ প্রাণঘাতী, চিকিৎসা ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদি।তাই আসুন আমরা তামাকের কুফল সম্পর্কে নিজেরা সতর্ক হই এবং আমার ভবিষ্যত প্রজন্মকে তামাক এর ভয়াবহতা সম্পর্কে সচেতন করি।


বিবার্তা/মিঠুন/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com