শিরোনাম
মরা গরুর মাংস বিক্রি, ৩ জনের জেল
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:৩৮
মরা গরুর মাংস বিক্রি, ৩ জনের জেল
যশোর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মরা গরুর মাংস বিক্রির দায়ে যশোরে তিন ব্যবসায়ীকে ২১ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান এ সাজা দেন।


সাজাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন শহরতলীর নতুন উপশহর এলাকার আশরাফ শেখের ছেলে আসলাম শেখ, শেখহাটীর মিজানুর মুন্সির ছেলে রসুল ও মৃত-শাহ আলমের ছেলে নান্দুল।


নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, শহরের কাঠেরপুল এলাকার মাংস বাজারে মরা গরুর মাংস বিক্রি হচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তিন মাংস ব্যবসায়ীকে আটক করে ২১ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় তাদের কাছ থেকে জব্দ করা প্রায় ৬০ কেজি মরা গরুর মাংস ভৈরব নদে ফেলা দেয়া হয়।


বিবার্তা/তুহিন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com