শিরোনাম
কোটি টাকা আত্মসাত : সাবেক ব্যাংকার গ্রেফতার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৮:০৪
কোটি টাকা আত্মসাত : সাবেক ব্যাংকার গ্রেফতার
রাজশাহী ব্যুরো
প্রিন্ট অ-অ+

অগ্রণী ব্যাংক লিমিটেডের কোটি টাকা আত্মসাতের অভিযোগে রফিকুল ইসলাম নামে রাজশাহীতে ব্যাংকটির সাবেক এক ব্যবস্থাপককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার বিকেল ৩টার দিকে রাজশাহী মহানগরীর ভেড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।


রফিকুল ইসলাম অগ্রণী ব্যাংকের রাজশাহীর বাঘা উপজেলার বাজুবাঘা শাখায় কর্মরত ছিলেন। তিনি বাঘা উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত আবদুর রশিদ সরকারের ছেলে।


দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক শেখ ফাইয়াজ আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


শেখ ফাইয়াজ আলম জানান, রফিকুল ইসলাম অবসর গ্রহণের আগে ভূয়া প্রতিষ্ঠানের নামে কয়েকটি হিসাব খুলে এক কোটি ১৩ লাখ টাকা ঋণ বিতরণ করেন। তিনি অবসর নেয়ার পর এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি ব্যাংক কর্তৃপক্ষ। তাই এই টাকার পুরোটিই তিনি আত্মসাত করেছেন বলে অভিযোগ ওঠে।


এরপর গত জুলাই মাসে ব্যাংকটির ওই শাখার বর্তমান ব্যবস্থাপক ইসহাক আলী এক কোটি ১৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে রফিকুল ইসলামের নামে বাঘা থানায় চারটি মামলা করেন। চার মামলাতেই গ্রেফতারি পরোয়ানা ছিল তার নামে।


গ্রেফতারকৃত রফিকুল ইসলামকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।


বিবার্তা/রিমন/পলাশ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com