তেজগাঁও ট্রাফিক বিভাগে ৫০টি রোড বেরিয়ার প্রদান
প্রকাশ : ২৩ মার্চ ২০২৩, ১৮:০৩
তেজগাঁও ট্রাফিক বিভাগে ৫০টি রোড বেরিয়ার প্রদান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জরুরী প্রয়োজনে সড়কে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রণে সহায়তার জন্য ট্রাফিক তেজগাঁও বিভাগকে ৫০ টি রাস্তা প্রতিবন্ধক (রোড বেরিয়ার) প্রদান করেছে ইউসিবি ফিনটেক কোম্পানি লিমিটেড।


আজ (২৩ মার্চ) প্রতিষ্ঠানটির চিফ স্ট্র্যাটিজি অফিসার জিয়াউর রহমান ট্রাফিক তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহেদ আল মাসুদের কাছে এই রোড বেরিয়ার হস্তান্তর করেন।


সড়কে যানবাহনের গতিবিধি নিয়ন্ত্রনে জরুরী প্রয়োজনে রাস্তা প্রতিবন্ধক হিসেবে এই (রোড বেরিয়ার) ব্যবহার করা হয়।


এবিষয়ে ইউসিবি ফিনটেক কোম্পানির উপস্থিত অফিসারবৃন্দ জানান, ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রন ও রাস্তায় জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে রাস্তা প্রতিবন্ধক এই রোড বেরিয়ার তুলে দেওয়া হয়েছে।


উপ-পুলিশ কমিশনার শাহেদ আল মাসুদ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর আলম এবং সহকারী পুলিশ কমিশনার মো. ইমরুল।


বিবার্তা/মাসুদ/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com