
টাঙ্গাইলের গোপালপুরে বাংলাদেশ সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন পরিচয়ে প্রতারণা করার অভিযোগে মানিক দাস (২১) নামে এক যুবককে আটক করেছে গোপালপুর থানা পুলিশ।
১৯ মার্চ, রবিবার সকালে পৌরসভার কোনাবাড়ি বাজারের তামাকপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার চর ধোপাকান্দি গ্রামের অনিল দাসের ছেলে।
পুলিশ জানায়, পৌরসভার তামাকপট্টি এলাকায় একটি ব্যাংকের সামনে সেনাবাহিনীর লোগো সম্বলিত টি শার্ট পড়ে মানিক দাস নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন হিসেবে পরিচয় দেয় । মানুষকে বিশ্বাস করানোর জন্য সে মোবাইলে রাখা সেনাবাহিনীর ইউনিফর্ম পরিহিত ছবি দেখিয়ে প্রতারণার উদ্দেশ্যে কতিপয় লোকজনের সাথে আলাপ আলোচনা করে। তার কথা বার্তা ও আচার-আচরণ লোকজনের নিকট সন্দেহ সৃষ্টি হলে তারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।
এ ব্যপারে গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. মোশারফ হোসেন জানান, আটককৃত ব্যক্তি নিজেকে সেনাবাহিনীর অফিসার (ক্যাপ্টেন) পরিচয় বা চিহ্ন বহন করে অপরাধ করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/ইমরুল/এমএ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]