
রাজবাড়ীতে সপ্তাহব্যাপী ২৭তম জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। জেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে কার্যক্রম চলবে।
১৯ মার্চ, রবিবার সকালে জেলার অংকুর কলেজিয়েট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অহীন্দ্র কুমার মন্ডল প্রমুখ।
উল্লেখ্য, কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে জেলার প্রাথমিক (৫-১১ বছর) এবং মাধ্যমিক পর্যায়ের (১২-১৬ বছর) সকল শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিতির মাধ্যমে ১ ডোজ কৃমিনাশক ওষুধ (মেবেন্ডাজল বা ভারমক্স ৫০০ মি:গ্রা:) ভরা পেটে সেবন করানো হবে।
বিবার্তা/মিঠুন/মাসুম গোস্বামী
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]