চট্টগ্রামে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ২০:৩২
চট্টগ্রামে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেলুন উড়িয়ে ও বিভিন্ন স্কুলের শিশু-কিশোরদের নিয়ে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।


১৭ মার্চ, শুক্রবার সকালে চট্টগ্রাম জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হয় দিনের কার্যক্রম। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে বেলুন উড়িয়ে ও কেট কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান, পুলিশের ডিআইজি আনোয়ারা হোসেন, জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় প্রমুখ। পরে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসন সহ সরকারের বিভিন্ন দফতর ও অধিদফতরের কর্মকর্তারা অংশ নেন।


বিবার্তা/জহিদ/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com