উৎসবমুখর পরিবেশে নাজিরহাট পৌরসভা নির্বাচন সম্পন্ন, জাহেদ চৌধুরী মেয়র নির্বাচিত
প্রকাশ : ১৭ মার্চ ২০২৩, ১৩:৩৫
উৎসবমুখর পরিবেশে নাজিরহাট পৌরসভা নির্বাচন সম্পন্ন, জাহেদ চৌধুরী মেয়র নির্বাচিত
ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার দ্বিতীয় নির্বাচন। 


এতে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী একে জাহেদ চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১০ হাজার ১'শ ৪২। নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ার পাশা পেয়েছেন ৭ হাজার ১'শ ৭৪ ভোট।


চট্টগ্রাম অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. তারিফুজ্জান বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ ফলাফল ঘোষণা করেন।


এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ২২টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে। তবে কয়েকটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি থাকায় নির্ধারিত সময়ের পরেও ভোট গ্রহণ করতে দেখা গেছে।


এদিকে, সকাল ৮টা থেকে কেন্দ্র গুলোতে ভোটারদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতিও বাড়তে থাকে। কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের চাইতে মহিলা ভোটারের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যার কারণে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে তাঁদের। লাইনে দাঁড়িয়ে বিরক্ত হয়ে অনেককে ভোট না দিয়ে ফিরে যেতেও দেখা গেছে।


এ পৌরসভার দ্বিতীয় নির্বাচনে মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৮ জন সহ মোট ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।


এদিকে, সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মাওলানা জয়নাল আবেদীন, ২ নং ওয়ার্ডে আমান উল্লাহ, ৩ নং ওয়ার্ডে ওসমান গণি, ৪ নং ওয়ার্ডে মোহাম্মদ শাহজাহান, ৫ নং ওয়ার্ডে মোস্তফা কামাল, ৬ নং ওয়ার্ডে মাওলানা ইয়াকুব, ৭ নং ওয়ার্ডে মাওলানা মঞ্জুর মিয়া, ৮ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী এবং ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ সোলায়মান নির্বাচিত হয়েছেন।


এছাড়াও, সংরক্ষিত ১, ২ ও ৩ নং ওয়ার্ডে ছলিমা আক্তার শিউলী; ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে রহিমা বেগম এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে হাসিনা মমতাজ নির্বাচিত হয়েছেন।


বিবার্তা/ফয়সাল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com