শিরোনাম
কুষ্টিয়ায় তিন দিন জুড়ে লালন উৎসব
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:১৬
কুষ্টিয়ায় তিন দিন জুড়ে লালন উৎসব
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাউল সম্রাট লালন শাহের ১২৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় আজ থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী লালন উৎসব।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক মো. জহির রায়হান। দ্বিতীয় দিনের অনুষ্ঠানে কুষ্টিয়া-৪ আসনের এমপি আব্দুর রউফ এবং সমাপণী দিনে খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ প্রধান অতিথি থাকবেন।


অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লালন গবেষক ড. আবুল আহসান চৌধুরী, ড. সরওয়ার মুর্শেদ, কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ বদরুদ্দোজা, এডভোকেট লালিম হক, অধ্যাপক মাসুদ রহমান প্রমুখ আলোচক হিসেবে থাকবেন।
তিন দিনের অনুষ্ঠানের মধ্যে রয়েছে সন্ধ্যায় আলোচনা সভা ও লালন স্মৃতিচারণ, গ্রামীণ মেলা এবং জমকালো লালন সঙ্গীতানুষ্ঠান। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে আলোচনা সভা এবং আলোচানা শেষে রাতভর চলবে লালনগীতির জলসা। অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদারসহ জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


কুষ্টিয়া পুলিশ সুপার প্রলয় চিসিম বলেন, উৎসবকে ঘিরে কেউ যেন নাশকতামূলক কর্মকাণ্ড করতে না পারে সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।


বিবার্তা/শরীফুল/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com