শিরোনাম
অর্থাভাবে রিনার মেডিকেলে ভর্তি অনিশ্চিত
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৫:০৭
অর্থাভাবে রিনার মেডিকেলে ভর্তি অনিশ্চিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আইরিন আক্তার রিনা। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর মিস্ত্রিপাড়া গ্রামের মেধাবী মেয়ে সে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় পেয়েছেন গোল্ডেন জিপিএ-৫। এবার পেয়েছেন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ। কিন্তু অর্থের অভাবে মেডিকেলে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে তার।


কারণ আইরিনের বাবা একজন দিনমজুর। আর মা বাড়ি বাড়ি কাজ করে সংসার চালান। তাই ভালো রেজাল্ট করা সত্তেও মেডিকেল কলেজে ভর্তি হতে পারছেন আইরিন।


সরেজমিনে দেখা যায়, ভাঙাচোরা একটি বাড়ি ইউনুস আলীর। ভোরে কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে গেছেন তিনি। অভাবে কারণে তার স্ত্রী বেলী বেগম কাজ করেন অন্যের বাড়িতে। আর তাদেরই একমাত্র মেয়ে আইরিন। অভাবের সংসারে পড়াশোনা করে এই সফলতা অর্জন করেছে সে। তার ছিলনা কোনো টিউটর। প্রতিদিন দুই কিলোমিটার হেঁটে কলেজে যেত আইরিন।
মেধাবী ছাত্রী আইরিন জানান, তিনি বাড়ির কাছে বাগডোকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে। তারপর সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ে পড়াশুনা করেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। সরকারি কারিগরী মহাবিদ্যালয়ে পড়ার সময় অভাবের কথা চিন্তা করে কলেজ কর্তৃপক্ষ তার খরচ বহন করতেন।
তিনি আরো জানান, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। তার রোল নং- ২৪০৩৯১২, সিরিয়াল নম্বর ৭৭৬১৩৫, স্কোর- ৬৬ দশমিক ৭৫ এবং মোট স্কোর ২৬৬ দশমিক ৭৫। চলতি অক্টোবর মাসের ২০ থেকে ৩১ তারিখের মধ্যে তাকে ভর্তি হতে হবে। ভর্তি হতে প্রায় ১৮/২০ হাজার টাকা লাগবে। এত টাকা জোগাড় করা তার বাবা-মায়ের পক্ষে অসম্ভব।


আইরিনের মা বেলী বেগম বলেন, এক মেয়ে, দুই ছেলের মধ্যে আইরিনই বড়। খেয়ে না খেয়ে মেয়েটি পড়াশোনা করেছে। ভালো ফলাফলে সবাই সন্তুষ্ট হলেও মেডিকেলে ভর্তি নিয়ে আমাদের চিন্তার শেষ নেই। কি করবো ভেবে পাচ্ছি না।
সৈয়দপুর সরকারি কারিগরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. আমির আলী আজাদ বলেন, প্রতিষ্ঠানের ২৫ জন শিক্ষার্থী এবার মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে। এদের মধ্যে মেধাবী ছাত্রী আইরিন আক্তার রিনার পড়ার খরচ কলেজ কর্তৃপক্ষ বহন করেছে। তিনি এই মেধাবী ছাত্রীর লেখাপড়াসহ ভর্তির সহায়তার জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন। তাকে সহায়তা করতে এ ০১৭৩৭৩৬৩২৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com