শিরোনাম
চাঁপাইয়ে ১৭২৮ বোতল ফেনসিডিল উদ্ধার
প্রকাশ : ১৬ অক্টোবর ২০১৬, ১৪:৩০
চাঁপাইয়ে ১৭২৮ বোতল ফেনসিডিল উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী খোজারদীঘি আমবাগান এলাকা থেকে এক হাজার ৭২৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা সনাক্ত করতে পারেনি তারা।


নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের কামালপুর সীমান্ত ফাঁড়ির সদস্যরা হাবিলদার শাহজাহানের নেতৃত্বে ঘণ্টাব্যপি অভিযানটি পরিচালনা করে।


এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ভারত থেকে সাতটি বস্তায় আনা ফেনসিডিলগুলো বিক্ষিপ্তভাবে ফেলে পালিয়ে যায়। উদ্ধার ফেনসিডিলের জব্দমূল্য প্রায় সাত লাখ টাকা।


রবিবার দুপুর সোয়া ১টায় ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসান মোর্শেদ জানান, কিছুদিন ধরে শিবগঞ্জ সীমান্তে বিভিন্নভাবে মাদক পাচারকারীদের তথ্য সংগ্রহ করে অভিযানটি চালানো হয়। স্থানীয় জনগণ তৎপর থাকলে এবং সহযোগিতা করলে মাদক নিয়ন্ত্রণে সফলতা লাভ করা সম্ভব। মাদক নির্মুল করার অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আটক মাদকদ্রব্য প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যাটালিয়নের সিজার স্টোরে জমা করে তা জনসম্মুখে ধ্বংস করা হবে।


বিবার্তা/জাকির/জেমি/জিয়া


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com