কালিয়ায় জেলেদের মাঝে জাল ও ছাগল বিতরণ
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০০
কালিয়ায় জেলেদের মাঝে জাল ও ছাগল বিতরণ
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়া উপজেলার মৎস্য অফিসের উদ্যোগে নিবন্ধিত প্রান্তিক ৫০ জন জেলেদের মাঝে বৈধ জাল ও ছাগল বিতরণ করা হয়। ২০২২-২৩ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন অফিসের সামনে এ বিতরণ অনুষ্ঠিত হয়।



বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,নড়াইল জেলা প্রশাসক হাবিবুর রহমান। ৫জনের ৮টি  গ্রুপের ৪০ জন জেলে ও অন্য ২ গ্রুপের ১০ জন জেলেকে ২ টি করে মোট ২০ টি ছাগল, খাবার ও ওষুধ প্রদান করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নিবাহী কর্মকর্তা আফরিন জাহান,জেলা মৎস্য কর্মকর্তা এইচএম বদরুজ্জামান,   উপজেলা মৎস্যকর্মকর্তা আবু রায়হান, সিনিয়র মৎস্য অফিসার এনামুল হক ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নীরি প্রমুখ।


উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ৫ জনের গ্রুপে ৫০ হাজার টাকা মূল্যের ৪৫০ ফিট জাল ও ১০ জন প্রান্তিক জেলের প্রত্যেককে ২০ হাজার টাকা মূল্যের ২ টি ছাগল, ঘর, খাবার ও ওষুধ  প্রদান করা হয়।


বিবার্তা/শরিফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com