টাঙ্গাইলে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:৪১
টাঙ্গাইলে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে দুই দিন ব্যাপী সাহিত্য মেলা ২০২৩-এর উদ্বোধন করা হয়েছে।


টাঙ্গাইল জেলা প্রশাসনের বাস্তবায়নে, বাংলা একাডেমির সমন্বয়ে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উক্ত সাহিত্য মেলার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন বাংলা একাডেমির যুগ্মসচিব এ.এইচ.এম লোকমান।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, বিশিষ্ট কবি বীর মুক্তিযোদ্ধা বুলবুল খান মাহবুব, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস.এম সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ প্রমুখ।


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান। সাহিত্য মেলায় প্রবন্ধ পাঠ ও লেখক কর্মশালায় জেলার বিভিন্ন অঞ্চলের কবি ও লেখক অংশগ্রহণ করেন।


বিবার্তা/ইমরুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com