নরসিংদীতে বাড়ছে মসলার দাম
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৫৫
নরসিংদীতে বাড়ছে মসলার দাম
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এক সপ্তাহের ব্যবধানে নরসিংদীতে বেড়েছে নিত্যব্যবহার্য বেশিরভাগ মসলার দাম। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে জিরা, বাদাম, দারুচিনি, শুকনা মরিচ, লং। এছাড়া, আদা, এলাচ, গুলমরিচ, কালিজিরা, হলুদ ও তেজপাতার দাম অপরিবর্তিত রয়েছে।


৪ ফেব্রুয়ারি, শনিবার নরসিংদী পৌর শহরের শিক্ষাচত্বর সংলগ্ন রায়পুরা বহুমুখী বাজার ঘুরে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।


বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহে ৬২০ টাকা কেজি বিক্রি হওয়া জিরা এই সপ্তাহে বিক্রি হচ্ছে ৬৫০ টাকায়। ১৯০ টাকা কেজির বাদাম ১০ টাকা বেড়ে হয়েছে ২০০ টাকা, ৪০০ টাকা কেজির দারচিনিতে কেজিপ্রতি ২০ টাকা বেড়ে হয়েছে ৪২০ টাকা, শুকনা মরিচ কেজিপ্রতি ১০ টাকা বেড়ে হয়েছে ৫৫০ টাকা, সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০০ টাকা চেড়ে লং বিক্রি হচ্ছে ১৫০০ টাকা কেজি।


তবে কেজিপ্রতি ২০ টাকা কমে কিসমিস বিক্রি হচ্ছে গড়ে ৫০০ টাকা কেজি। দাম অপরিবর্তিত থেকে আদা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১০০, এলাচ ১৬০০, গুলমরিচ ৫৫০, কালিজিরা ৩০০ টাকা কেজি। দাম বৃদ্ধির ফলে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ। রমজানে মসলার বাজার আরও বাড়ার শংকা করছেন ক্রেতা ও বিক্রেতারা। দাম ওঠানামার পেছনে সিন্ডিকেট কাজ করছে বলে জানান তারা।


বিবার্তা/কামাল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com