ঠাকুরগাঁওয়ে ইভিএম নিয়ে বিড়ম্বনায় ভোটাররা
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০৮
ঠাকুরগাঁওয়ে ইভিএম নিয়ে বিড়ম্বনায় ভোটাররা
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঠাকুরগাঁওয়ে ইভিএমে ভোট দিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন একাধিক ভোটার। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঠাকুরগাঁও-৩ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ইতোমধ্যে এই নির্বাচনে নিলি রানী নামে এক নারী ইভিএমে দুইবার ভোট দিয়েছেন। যদিও তার ভোটগ্রহণ হয়েছে একটি।


বুধবার সকাল সাড়ে ৮টা থেকে শুরু হয়েছে, ভোটগ্রহণ চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। ভোটকেন্দ্রে ইভিএমে ত্রুটি থাকার কারণে ভোট দিতে কিছুটা দেরি হয়েছে বলে অভিযোগ ভোটারদের।


জানা গেছে, লোহাগাড়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকালে ভোট দিতে আসেন নিলি রানী। কেন্দ্রে ভ্রাম্যমাণ বুথের দুই নম্বর কক্ষে লাইনের প্রথমে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় ভোটগ্রহণ শুরু হলে ইভিএম মেশিনে এবারই প্রথম ভোট দেন রানী। পরে বুথ থেকে বের হয়ে যাওয়ার সময় তাকে ভোট গ্রহণকারী কর্মকর্তা জানান, ইভিএম মেশিন ভোটগ্রহণ সম্পন্ন করতে পারেনি। পরে সাময়িক ভোটগ্রহণ বিলম্ব হওয়ার পর ফের ভোট দেন তিনি৷


দুইবার ভোট দেয়া নিলি রানী জানান, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) দু’বার ভোট দিলাম, প্রথমবার মেশিনে ত্রুটির কারণে ভোট নাকি হয়নি। পরে ফের ভোট দিয়েছি। অনেক্ষণ অপেক্ষা করতে হয়েছে।


চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. আল মাবুদ জানান, এই কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ হাজার ৭০৬ জন। যথা সময়ে ভোটগ্রহণ শুরু হলেও কয়েকটি মেশিনে ত্রুটির কারণে ভোট নিতে বিলম্ব হচ্ছে। আমরা নির্বাচন অফিসে যোগাযোগ করেছি।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com